Logo
Logo
×

সারাদেশ

‘লেখাপড়ায় সীমাবদ্ধ না থেকে দ্বীনের দাওয়াতি কাজে যুক্ত হবে’

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

‘লেখাপড়ায় সীমাবদ্ধ না থেকে দ্বীনের দাওয়াতি কাজে যুক্ত হবে’

টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সোমবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসাটির তদারকি কমিটির আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, তা’মীরুল মিল্লাত শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দ্বীনের খেদমত ও সমাজ পরিবর্তনের জন্য প্রতিষ্ঠিত একটি আদর্শ প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, এখান থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। ভবিষ্যতে এখান থেকেই হযরত আবু বকরের (রা.) মতো সৎ নেতৃত্ব বের হবে, যারা ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণে কাজ করবে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দ্বীনের দাওয়াতি কাজের সঙ্গেও যুক্ত হবে। আমরা উম্মতে মুহাম্মদ, আমাদের দায়িত্ব ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। ইসলামী আন্দোলনের প্রকৃত শিক্ষা গ্রহণ করবে, দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী বলেন, জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি। রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারী আমলারা বহাল রয়েছেন, যার কারণে শিক্ষার্থীরা এখনো তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের সকল ষড়যন্ত্রের বাঁধ ভেঙে রাষ্ট্র সংস্কারের জন্য তা’মীরুল মিল্লাতের ১৪ হাজার শিক্ষার্থীর শপথ নিতে হবে। 

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের জন্য নয়, বরং সমাজ পরিবর্তনের জন্য গড়ে উঠেছে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাই এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে।

জমকালো এ আয়োজনে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন। মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হিফজুর রহমানের সভাপতিত্বে ও ড. সালমান ফার্সির সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ আল মাদানী, মাদ্রাসার শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইসহাক আলী, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ভিপি মুহাম্মদ ইকবাল কবির। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন ভূইয়া, সাবেক আমীর নেয়ামত উল্লাহ শাকের, মাদ্রাসার হোস্টেল সুপার ড. মোয়াজ্জেম হোসেন আল আজহারী, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক, টাকসুর জিএস সাইদুল ইসলাম, এজিএস মইনুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম