Logo
Logo
×

সারাদেশ

৩ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসা

Icon

তোজাম্মেল আযম, মেহেরপুর

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

৩ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেলে বিচারক বেগম শারমিন নাহার রিামন্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে রাজধানীর ইস্কাটন থেকে মোনালিসাকে আটক করা হয়। পরে তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।

সেসব মামলায় সোমবার আদালতে হাজির করা হয় মোনালিসাকে। পুলিশের পক্ষ থেকে একটি মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলাটিতে মোনালিসাকে তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে। আর পলি খাতুন নামের এক নারীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

এদিকে, মোনালিসার গ্রেফতারের খবরে রোববার রাতে মেহেরপুর জেলাশহর ছাড়াও গ্রামগঞ্জে মিষ্টি বিতরণ হয়েছে। মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।

মোনালিসা মেহেরপুরে ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। বিষয়টি স্বীকারও করেছেন সাবেক মন্ত্রী ফরহাদের ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। বর্তমানে দুটি মামলায় গ্রেফতার হওয়া এ যুবলীগ নেতা বলেন, ‘মোনালিসা অনলাইন জুয়ার নিয়ন্ত্রক ছিলেন। পুলিশকে ব্যবহার করে অনলাইন জুয়া নিজের নিয়ন্ত্রণে রেখে মাসে চার থেকে পাঁচ কোটি টাকা কামাতেন তিনি। ক্ষমতা হারানোর পর ৫০ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে। তাই তার নামে কোনো মামলা হয়নি। ভাবির কারণেই আমার ভাই নষ্ট হয়েছে।’

মৃদুল আরও বলেন, ‘ফরহাদ হোসেন নিয়োগ, বদলি বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে। ঢাকায় একাধিক বাড়ি আছে। সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। টাকা ছাড়া টেন্ডার, নিয়োগ ও বদলি কিছুই হতো না। ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘরছাড়া। পালিয়ে বেড়াচ্ছি। মামলার আসামি হয়েছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম