Logo
Logo
×

সারাদেশ

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, হামলায় বৃদ্ধাসহ আহত ১০

Icon

কালকিনি-ডাসার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, হামলায় বৃদ্ধাসহ আহত ১০

মাদারীপুরের কালকিনিতে বাড়ির সীমানা নিয়ে দ্বন্ধের জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বৃদ্ধাসহ ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বসতবাড়িও। উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানিপুর গ্রামে সোমবার দুপুরে হওয়া এ ঘটনায় থানায় অভিযোগ করেছে দুপক্ষই।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভবানিপুর গ্রামের সজল সরদারের সঙ্গে একই এলাকার শিরাজুল হক ফকিরের বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে শিরাজুল হক, তার ছেলে লতিফ ফকির ও ভাতিজা আব্বাস ফকিরসহ বেশ কয়েকজন মিলে সজল সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে সজলের পরিবারের সদস্যদের মারধর করা হয়। ভাঙচুর করা হয় বসতবাড়ি।

হামলায় আহতরা হলেন, জাহানারা বেগম (৫৬), স্বপন সরদার (২৩), সজল সরাদার (২০), লাইজু খানম (২৪),অন্তরা ইসলাম (১৮), শারমিন আক্তার (১৯),আলামীন সরদার (৫০) ও রসমালা বেগম (৯০)। আহত বাকি দুজনের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সজল সরদার বলেন, ‘বিনা কারণে অর্তকিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।’ 

অভিযোগের শিরাজুল হক ফকির বলেন, ‘সজল সরদার আমাদের ওপর হামলা করেছে। আমরাও থানায় অভিযোগ করেছি। জমি আমাদের।’

এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম