Logo
Logo
×

সারাদেশ

বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ

মৌলভীবাজারে খোকন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজ ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবার মারধরে প্রাণ গেছে ৭ বছর বয়সি মাহিদের। ঘটনার পরই পালিয়ে যায় নিহত শিশুর বাবা ও দাদি। পরে অবশ্য বাবা খোকনকে হেফাজতে নেয় পুলিশ।

রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, খোকন একজন চিহ্নিত মাদক কারবারি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে খোকনের দ্বিতীয় ঘরের সন্তান মাহিদ বিছানায় মলত্যাগ করে। এতে ক্ষিপ্ত হন খোকন। ছেলেকে ঘরের বাহিরে এনে পেটাতে থাকেন তিনি। একপর্যায়ে শিশুটি সেখান থেকে পালিয়ে প্রতিবেশী যবেদা খাতুনের ঘরে আশ্রয় নেয়। সেখান থেকে ছেলেকে ধরে এনে মাটিতে আছাড় দেন খোকন। এতে করে শিশুটির নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এ সময় প্রতিবেশী যবেদা বেগম শিশুটিকে রক্ষা করতে এসেও ব্যর্থ হন।

রক্তক্ষরণে জেরে ছেলে মাহিদকে নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান খোকন। পরে সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশুটির মৃত্যুর কারণ নিয়েও চতুরতার আশ্রয় নেয় ঘাতক বাবা। মৃত্যুর কারণ হিসেবে সেখানে উল্লেখ করা হয়, গাছ থেকে পড়ে আহত হয়ে মারা গেছে। এরপর সেখান থেকে লাশ বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বের হন খোকন।

পরে পুলিশ খোকনের বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ওই সময় বাড়িটিতে খোকন ও তার মাকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জেলগেট এলাকা থেকে খোকনকে আটক করে থানায় নেওয়া হয়।

প্রতিবেশী যবেদা বেগম বলেন, ‘বাচ্চাটার নাক দিয়ে রক্ত পড়ছিল। মারধর করার সময় আমি ঠেকাতে গেলেও আমাকে তাড়িয়ে দেয়।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘জেলগেট এলাকা থেকে খোকন মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম