Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ছিনতাইয়ের কবলে মার্কিন নাগরিক

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

কুমিল্লায় ছিনতাইয়ের কবলে মার্কিন নাগরিক

কুমিল্লা নগরীতে নুর মোনতাকিম নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার দাবি, তাকে কুপিয়ে টাকা, আইফোন, সোনার চেইন ও ডায়মন্ডের রিং ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর রেসকোর্স এলাকার নিশা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের শিকার নূর মুনতাকিম নগরীর বাদুরতলা এলাকার মোহাম্মদ মোসলেম উদ্দিনের ছেলে। তিনি আমেরিকার পাসপোর্টধারী।

নূর মুনতাকিমের ভাই আব্দুল মুকিত জানান, গত ২৯ জানুয়ারি দেশে আসেন তার ভাই। সন্ধ্যায় বন্ধু মাসুদের সঙ্গে বের হন তিনি। দুই বন্ধু মোটরসাইকেলযোগে নিশা টাওয়ারের সামনের বুথে টাকা ওঠাতে যান। টাকা উঠিয়ে বের হলে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তাদের মারধর করে টাকা, মোবাইল ফোন, হাতে থাকা ডায়মন্ডের রিং ও গলায় থাকা সোনার চেইন নিয়ে চলে যায় হামলাকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান আব্দুল মুকিত। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে ফের সেখানে আসে হামলাকারীরা। তারা আহতদের হাসপাতালে নিতে দেয়নি। পরে ওই দুজনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মুকিত বলেন, ‘আমার ভাইয়ের কাছে ৪০ হাজার টাকা ছিল। সেগুলো তারা নিয়ে গেছে। এছাড়া মুনতাকিমের হাতে থাকা ডায়মন্ডের রিং, গলার চেইন ও আইফোনটি তারা নিয়ে যায়। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমি তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীদের বক্তব্য শুনে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম