Logo
Logo
×

সারাদেশ

ভুট্টা খেতে মিলল শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম

ভুট্টা খেতে মিলল শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি খেত থেকে এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বদনপুর গ্রামের ভুট্টা খেত থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। পুলিশের ধারণাও একই।

নিহত ব্যক্তির নাম মাসুদ হাসান রঞ্জু (২৫)। তিনি উপজেলার বদনপুর গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে রঞ্জু ভোলার বাগান মাঠের ভুট্টা খেতে পানি দিতে যান। এরপর থেকে আর বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে রঞ্জুকে না পেয়ে সন্ধ্যার পর পরিবারের লোকজন মাঠের ভুট্টা খেতে খোঁজ করতে থাকেন। রাত ৮টার দিকে ভুট্টা খেতে রঞ্জুর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রোববার রাতেই লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটা হত্যাকাণ্ড। পরিবারের সদস্যরা এখনও কোনো অভিযোগ করেনি। হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম