Logo
Logo
×

সারাদেশ

ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১

গাজীপুর মহানগরীর বাসন থানার পুলিশ ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রোববার ভোররাতে এ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রজেন্দ্রনাথ রায় (৪০) নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তি করে পোস্ট দেন। বিষয়টি গোয়েন্দা নজরে আসার পর পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করে আসছিলেন। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ আসার পর তদন্ত করে তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রজেন্দ্রনাথ রায় স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন ধর্মীয় বিষয়ে বিতর্কিত পোস্ট করতেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এ ধরনের অপপ্রচার ও বিদ্বেষমূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেফতারকৃত ব্রজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম