Logo
Logo
×

সারাদেশ

টানা জালে উঠল ১৯৪ কেজি ওজনের মাছ

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

টানা জালে উঠল ১৯৪ কেজি ওজনের মাছ

কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের একটি মাছ; যা স্থানীয়ভাবে ভোল মাছ নামে পরিচিত। রোববার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।

স্থানীয় জেলে কালু ফকিরের মালিকানাধীন জালে ওই মাছটি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ বোট মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। এক ঘণ্টা পরে জেলেরা জাল তুলার সময় ছোট-বড় অন্যান্য মাছের সঙ্গে বড় ভোল মাছটিও ধরা পরে। পরে জেলে ও স্থানীয়দের সহযোগিতার মাছটি কোলে তুলে নেন মালিক। মাছটি এক নজরে দেখতে ভিড় জমান স্থানীয় অনেক লোকজন। 

বোটের মাঝি নুর মোহাম্মদ জানান, আমার জালে প্রথম এত বড় ১৯৪ কেজি ওজনের মাছটি ধরা পড়েছে। জেলে ঘাটে মাছটির দাম হাঁকা হয়েছিল ৩ লাখ টাকা। পরে নুরুল আলম নামের এক ব্যবসায়ীর কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি বিক্রি করি। তবে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সাগরে মাছ ধরার ওপরে সরকারের দেওয়া বিধি-নিষেধ টেকনাফের জেলেরা যথাযথভাবে পালন করায় সাগরে মাছ বড় হওয়ার সুযোগ হয়েছে; যা তারা এখন ফল পাচ্ছেন। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫-১৬ কেজি ওজনের মাছ পড়ে থাকে। তাই এবারো শাহপরীর দ্বীপে জেলের কাছে এ রকম একটি বিশাল মাছ ধরা পড়েছে বলে শুনেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম