গাড়িচাপায় প্রাণ গেল নারী পোশাক শ্রমিকের

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে একটি গাড়িচাপায় রাবেয়া আক্তার (২৮) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে ডিইপিজেড নতুন জোনের সামনের মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া রংপুরের পীরগাছা থানাধীন দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। তিনি আশুলিয়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ওই নারী শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।