সড়কে আ.লীগ নেতার একই নম্বরের দুই বাস, জব্দ করল ট্রাফিক বিভাগ

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
-67b1eaebbb325.jpg)
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার প্রধান বাস টার্মিনাল থেকে একই নম্বরের দুটি বাস চলাচলের অভিযোগে বাস দুটি জব্দ করেছে ট্রাফিক বিভাগ। শনিবার বিকালে ছাত্র-জনতার অভিযোগের ভিত্তিতে ফরিদপুর ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ফরিদপুর বাস টার্মিনাল থেকে বাস দুটি জব্দ করে তাদের হেফাজতে নেয়।
পরিবহণ সংশ্লিষ্ট ও স্থানীয়রা জানান, ফরিদপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে একই রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ব্যবহার করে দুটি বাস সড়কে পরিচালনা করে আসছিল।
এর মধ্যে জনসেবা পরিবহণের বাসটি ফরিদপুর থেকে ঢাকা রুটে এবং আপন পরিবহণের বাসটি ফরিদপুর থেকে খুলনা রুটে চলাচল করত। বিষয়টি নিয়ে ছাত্র-জনতার অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত শুরু করে এবং সত্যতা পাওয়ার পর বাস দুটি জব্দ করে।
স্থানীয় বাসচালক ও যাত্রীরা জানান, বেশ কিছুদিন ধরেই দুটি বাস একই নম্বর প্লেট ব্যবহার করে চলছিল, যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বাস দুটির মালিক নাজমুল হক জানান, দুটি বাস একই নম্বর প্লেটে চালানো তার ঠিক হয়নি, অন্যায় হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এ রকম একই নম্বরে অন্যরাও এভাবে বাস চালান।
ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা খুরশিদ আলম জানান, একই নম্বরের দুটি বাস চলাচল সম্পূর্ণ বেআইনি। এটি যানবাহন রেজিস্ট্রেশন আইনের লঙ্ঘন। আমরা বাস দুটি জব্দ করেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে।