Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর পাঠকের অবিচল আস্থার প্রতীক প্রমাণিত

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

যুগান্তর পাঠকের অবিচল আস্থার প্রতীক প্রমাণিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব শনিবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে এবং যুগান্তর প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক, কবি ও সাহিত্যিক সিপার উদ্দিন আহমেদ, সাউথ ইস্ট ব্যাংকের অ্যাসিস্টেন্ট ম্যানেজার সুয়েবুর রহমান, প্রেস ক্লাব সেক্রেটারি ও আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, প্রভাষক মাঞ্জুরুল হক, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, শহীদুল ইসলাম তনয়, সাংবাদিক সমিতির সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার ইসলাম রহমত, ভোরের পাতা প্রতিনিধি পাবেল বকস, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আশিকুর রহমান বাবু, সামছুদ্দিন বাবু, ইমদাদুল ইসলাম, অনলাইন ৫২ প্রতিনিধি এআর নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা শামীম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যুগান্তর মানেই পাঠকের আস্থার নাম। অবিচল আস্থার প্রতীক। ফলে ২৫ বছর ধরে যুগান্তর পাঠকের মনে আলাদা স্থান দখল করে রেখেছে। এটা প্রমাণিত। সর্বশেষ প্রমাণিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। যুগান্তর প্রমাণ করেছে পাঠকের আস্থার জায়গাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম