Logo
Logo
×

সারাদেশ

ভাইয়ের বিরুদ্ধে ফসলি জমিতে বিষ দেওয়ার অভিযোগ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

ভাইয়ের বিরুদ্ধে ফসলি জমিতে বিষ দেওয়ার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে ভাইয়ের ধান খেতে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ভাইয়ের দাবি, পূর্ব বিরোধের জেরে তার ভাই খেতে বিষ দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে আরেক ভাই।

উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ধুরুয়া বাসাবন গ্রামে এ ঘটনা ঘটেছে।

রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সবুজ ধানের চারা লালচে-বিবর্ণ রঙের হয়ে মারা যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বিষ প্রয়োগের ফলে লালচে রঙ ধারণ করে মারা যায় ধানের চারা।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোরশেদ আলী (৬৮) জানান, দীর্ঘদিন ধরে ভাই হারুন মিয়ার (৫০) সঙ্গে তার বিরোধ চলে আসছে। এর জেরে ধুরুয়া গ্রামে রোপিত ৮৫ শতাংশ জমিতে বিষ দিয়েছে হারুণ। এতে করে চারা নষ্ট হয়ে যাচ্ছে। তার দাবি, এতে তার অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ প্রত্যাখান করে হারুন বলেন, ‘আমি বিষ দিয়েছি, কেউ দেখছে? এ অভিযোগ মিথ্যা। ওর অত্যাচারের কারণে আমি ৪৫ শতাংশ জমি চাষাবাদ করতে পারছি না। দীর্ঘদিন যাবৎ চাষাবাদ ছাড়াই জমিটি খালি পড়ে আছে। জমিতে গেলে খোরশেদ ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে তেড়ে আসে।’

গৌরীপুর কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা কাজলী বেগম বলেন, ‘জমিতে বিষাক্ত কিছু প্রয়োগ করার কারণেই ধানের চারা মরে যাচ্ছে। বারবার পানি পরিবর্তন ও ওষুধ প্রয়োগ করলে অবশিষ্ট ধানের চারা হয়তো বাঁচানো সম্ভব হবে।’

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম