Logo
Logo
×

সারাদেশ

কোটি টাকার চোরাই মালামাল জব্দ

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

কোটি টাকার চোরাই মালামাল জব্দ

ফেনীর ছাগলনাইয়া ও পশুরাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় এক ব্যক্তিকে আটকও করা হয়। বিজিবির দাবি, আটক ব্যক্তি চোরাকারবারি।

আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম রানা। তিনি পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি-৪ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রেসি বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে ছাগলনাইয়ার যশপুর, মধুগ্রাম এবং পরশুরামের শ্রীপুর সীমান্তে পৃথক অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে দেশে আসা ভারতীয় শাড়ি, থ্রি পিছ ও মাদক জব্দ করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় চোরাই মালামাল বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা। আটক করা হয় রানা নামের একজনকে।

জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি সদস্য বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম