Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

নরসিংদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী রিতা এবং তার স্বামী মাসুম মিয়া পলাতক রয়েছে। 

রোববার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামে রাসেলের প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল ওই গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন সন্দেহভাজন প্রতিবেশী মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাক চালক মাসুম মিয়া পলাতক রয়েছে।  

রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান, গতকাল সন্ধায় বাড়ি থেকে বের হন রাসেল। রাত ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে তার সঙ্গে। এরপর থেকে রাসেলের ফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি। রোববার সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।

রোজিনা বলেন, আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রু তা নেই।

মনোহরদী থানার ওসি আবদুল জব্বার বলেন, মরদেহ উদ্ধার করে হয়েছে। ময়নাতদন্ত করার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম