Logo
Logo
×

সারাদেশ

বিদেশি মদ ও বিয়ারসহ আটক ১

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

বিদেশি মদ ও বিয়ারসহ আটক ১

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। বিজিবির দাবি, আটককৃত ব্যক্তি মাদক কারবারি।

আটককৃত ব্যক্তির নাম জালাল। তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রামের বাসিন্দা তিনি।

রোববার সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেক কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ব্যাটালিয়নের লাউরগড় বিওপির বিজিবি টহলদল শনিবার সাহিদাবাদ সীমান্ত গ্রাম থেকে ১০ বোতল বিদেশি মদ ও বিয়ারের চালানসহ জালালকে আটক করে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম