Logo
Logo
×

সারাদেশ

‘চাঁদা’ না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ

Icon

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

‘চাঁদা’ না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে এক দোকানি ও কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, চাঁদা না দেওয়া হামলা চালানো হয়েছে তাদের ওপর। ভাঙচুর করা হয়েছে তার দোকানও। এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ওই ব্যবসায়ীর ছেলে বলছেন ভিন্ন কথা। তিনি জানান, হামলার কিছু সময় আগে স্থানীয় এক ছেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

আহত দোকানির নাম ফজলুল হক। হামলার ঘটনায় আহত তার সহকারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের সওদাগর পাড়ার মাহফুজ, জুয়েল, সুলতান, নাদিমদের নেতৃত্ব ১০ থেকে ১৫জন কিশোর দেশিয় অস্ত্র নিয়ে শনিবার সন্ধ্যায় সোহাগ ফার্মেসিতে হামলা চালায়। এ সময় তাদের ঠেকাতে গেলে আহত হন দোকানি ফজলুল। মালিককে বাঁচাতে গিয়ে আহত হন দোকানের কর্মচারীও। পরে দোকানে লুটপাট চালায় হামলাকারীরা।

ফজলুলের ছেলে সোহাগ বলেন, হামলার কিছু সময় আগে সওদাগর পাড়ার এক ছেলের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়েছিল।

এদিকে ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ীদের সংগঠন মধুপুর শিল্প ও বণিক সমিতির আয়োজনে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালিত হয়। সমিতির কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে উপস্থিত হয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির হামলাকারীদের আটকের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে রাতে ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম