Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে নারী সমন্বয়কে যৌন হয়রানি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ এএম

টাঙ্গাইলে নারী সমন্বয়কে যৌন হয়রানি

টাঙ্গাইলের ভিক্টোরিয়া ফুডজোনের সামনে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কসহ কয়েকজন নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে অমিয় ও মুন্না নামের দুই বখাটেকে শনাক্ত করা গেলেও অপর দুজনের পরিচয় জানা যায়নি। ওই ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে বসা দুই যুবক ভুক্তভোগী নারী সমন্বয়কের সঙ্গে তর্কাতর্কি করছে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

ওই নারী সমন্বয়ক জানান, টাঙ্গাইল প্রেস ক্লাব থেকে অভিযুক্ত বখাটেরা তাদের অনুসরণ করছিল। পরে ভিক্টোরিয়া ফুডজোনে সামনে আসলে অশালীন কথাবার্তাসহ যৌন হয়রানি করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম