Logo
Logo
×

সারাদেশ

লালবাগে দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

লালবাগে দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর লালবাগ এলাকায় গভীর রাতে বাসায় ঢুকে দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি জনিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার। 

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লালবাগ নবাবগঞ্জ রোড এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করা হয়। আসামি জনির বাবার নাম ইউনুস মোল্লা। গ্রামের বাড়ি ঝালকাঠি জেলা সদরের গাবখান ধানসিঁড়ি এলাকায়।

জানা যায়, লালবাগ একটি ভাড়া বাসায় ভিকটিম (২৪) তার স্বামীর সঙ্গে বসবাস করে আসছিল। ভিকটিমের স্বামী পারিবারিক কাজে বাইরে থাকায় ভিকটিম তার বাসায় অপর ভিকটিম তার এক বান্ধবীকে (২৬) রাতে থাকার জন্য বাসায় নিয়ে আসেন। ১১ ডিসেম্বর রাত ১টার দিকে আসামি জনি ৬-৭ জন লোক নিয়ে বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তল্লাশির নাম করে ভিকটিমের ওই বাসায় প্রবেশ করে। তল্লাশিকালে কিছু না পেয়ে আসামি জনিসহ অন্য আসামিরা ভিকটিমকে তার নিজ কক্ষে এবং তার বান্ধবীকে রান্নাঘরে নিয়ে গিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে। 

পরে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেই অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জনিকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম