Logo
Logo
×

সারাদেশ

সেলফি তুলতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ, যমুনা থেকে লাশ উদ্ধার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

সেলফি তুলতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ, যমুনা থেকে লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে শুক্রবার যমুনা নদীতে নেমে সেলফি তোলার সময় ঘূর্ণাবর্তে ডুবে যাওয়া কলেজছাত্র জুনায়েদ রহমান সাদের (১৮) মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ২০ ঘণ্টা পর শনিবার দুুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান সেতুর কাছ থেকে তার লাশটি উদ্ধার করেন। শুক্রবার বিকালে স্পার এলাকায় এ ঘটনার সময় মাঝিমাল্লারা তার তিন সহপাঠী বন্ধুকে উদ্ধার করেন। ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা হামিদুর রহমান শনিবার বিকালে এ তথ্য জানান। 

মৃত জুনায়েদ রহমান সাদ উপজেলার টাউন কলোনির জাহিদুর রহমান ময়দানের ছেলে। তিনি পল­ী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিকালে সহপাঠী ও স্কুলজীবনের বন্ধু একই এলাকার মাফিজ ইকবাল, সোয়েব আহম্মেদ এবং অওফি হাসানকে নিয়ে পার্শ্ববর্তী ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় যান।

এরপর চার বন্ধু নদীতে নেমে সেলফি তোলায় মেতে ওঠেন। এক পর্যায়ে তারা নদীতে থাকা প্রচণ্ড ঘূর্ণাবর্তে ডুবে যেতে থাকেন। তাদের চিৎকারে আশপাশে থাকা নৌকার মাঝিমাল্লারা দ্রুত এগিয়ে এসে তিন তরুণকে উদ্ধার করেন। ততক্ষণে সাদ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। কলেজছাত্র সাদের অকাল মৃত্যুতে শুধু তাদের পরিবার নয়; পুরো এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম