Logo
Logo
×

সারাদেশ

না বলে চকলেট খাওয়ায় গালমন্দ, কিশোরের আত্মহত্যা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

না বলে চকলেট খাওয়ায় গালমন্দ, কিশোরের আত্মহত্যা

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে দোকানিকে কিছু না বলেই চকলেট খাওয়ার অপবাদ আর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে জায়েদ আলী (১৫) নামে এক কিশোর। সে উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া গ্রামের আকরাম আলীর ছেলে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই পল্লীতে জায়েদের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে নিজ গ্রামের এক দোকান থেকে দোকানিকে কোনো কিছু না বলেই চকলেট নিয়ে খায় জায়েদ। এ ঘটনায় জায়েদের পরিবারের কাছে বিচার দেন ওই দোকানি। এমন অপরাধে মা-সহ পরিবারের লোকজন তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ ঘটনায় সমাজে অপবাদ ছড়িয়ে পড়ার ভয়ে বিষন্নতায় ভুগছিল জায়েদ। এসব কারণে অপমান সইতে না পেরে পরিবারের লোকজনের অগোচরে ওইদিন রাতেই বাড়ির পাশে আমড়া গাছের ডালে রশি পেঁচিয়ে ফাঁস দেয় জায়েদ।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম