Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের রজতজয়ন্তীতে মীরসরাই শিল্পকলায় আনন্দ উৎসব

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

যুগান্তরের রজতজয়ন্তীতে মীরসরাই শিল্পকলায় আনন্দ উৎসব

ছবি: যুগান্তর

‘ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়’ গানে শিশুদের নাচে ও রবীন্দ্রনাথের ‘আজি হতে শতবর্ষ পরে’ কবিতার আবৃত্তি দিয়ে শুরু হওয়া দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে এক আনন্দ উৎসব মীরসরাই উপজেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে এবং স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল করিম, শিল্পকলার শিক্ষক সাগর সেন, সাগর সেন, নির্মল দাস লক্ষণ, তাকিবুর রহমান, রশিদুল হাসান প্রমুখ। 

শিশুদের গান ও নাচ এবং আলোচনা শেষে যুগান্তরের রজতজয়ন্তীর কেক কাটেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। এ সময় তিনি শিল্পকলার শিশুশিল্পীদের সবাইকে কেক খাইয়ে দেন এবং যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম