Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম

ধামরাইয়ে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে শুক্রবার ভোরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের পরনে পাঞ্জাবি ছাড়া আর কোনো বস্ত্র ছিল না। মাথায় ধারালো অস্ত্রের কোপের ক্ষত রয়েছে। 

ঢাকা-অরিচা মহাসড়কের সুতি পাড়া নান্নার আঞ্চলিক সড়কের গোপালকৃষ্ণপুর ধাইরা এলাকার মজিবুর রহমানের দোকান ঘরের পশ্চিম পাশে একটি খেসারি জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

খবর পেয়ে এলাকার শত শত জনতা ঘটনাস্থলে এসে লাশটি দেখার জন্য ভিড় জমায়। এলাকাবাসীর ধারণা, অজ্ঞাতপরিচয় খুনিরা খুন করার পর এখানে লাশ ফেলে গেছে। 

এলাকাবাসী জানান, ভোরে পথচারীরা খেসারি খেতে একটি লাশ দেখতে পান।  এলাকাবাসী এ বিষয়ে ধামরাই থানায় খবর দেন। 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অজ্ঞাতপরিচয় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা প্রক্রিয়াধীন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম