Logo
Logo
×

সারাদেশ

ওসমানীতে বিমানের যাত্রীবিহীন সিট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

ওসমানীতে বিমানের যাত্রীবিহীন সিট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ফাইল ছবি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে কোটি টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া গিয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম