Logo
Logo
×

সারাদেশ

আমেরিকা পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

আমেরিকা পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আমেরিকা পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার ওই উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে হবিগঞ্জে ফিরিয়ে আনা হচ্ছে। হবিগঞ্জে পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম