Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ভালোবাসা দিবসে যে স্লোগান দিল চিরকুমার সংঘ

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

বিশ্ব ভালোবাসা দিবসে যে স্লোগান দিল চিরকুমার সংঘ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পছন্দের মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। আবার অনেকেই ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি। তবে একইদিন বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ‘চিরকুমার সংঘ’ নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ  বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন- ‘দুষ্টু নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’, ‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’, ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ও ‘নষ্ট প্রেমের কাঁথাতে আগুন জ্বালো একসঙ্গে’।

মিছিলটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল এলাকা  প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাজ্জাদুল করিম বাপ্পি ও সহসভাপতি মো. মোস্তাকিম হোসেন বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে অশ্লীলতার ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেব না। আমরা ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করব।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন- চিরকুমার সংঘের সভাপতি সাজ্জাদুল করিম বাপ্পি, সহসভাপতি মো. মোস্তাকিম হোসেন, সাধারণ সম্পাদক ফারহান তাহমিদ, সংগঠনের সদস্য আরিফ হোসেন খাঁ, রিহাদ হোসেন, সাইফুর রহমান রাকিব, মুত্তাসিন বিল্লাহ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম