অতিরিক্ত বাস ভাড়া ফিরিয়ে দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস আটকিয়ে যাত্রীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেছেন টাঙ্গাইলের মধুপুরের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
ঢাকা থেকে মধুপুর আসা যাওয়ার লোকাল বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান চালিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে অন্তত দুই ঘণ্টা এক এক করে বাস আটকিয়ে ভুক্তভোগী যাত্রীদের ওই টাকা ফেরতের ব্যবস্থা করেন তারা।
এ ঘটনায় বাস সংশ্লিষ্টদের অসন্তুষ্ট দেখা গেলেও বাসের যাত্রীদের মধ্যে ছিল আনন্দের আবহ।
মধুপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাজহারুল ইসলাম জানান, জিহাদ হাসান জীম নামের তাদের এক নেতা ঢাকা থেকে মধুপুর ফিরছিলেন। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার সময় যাত্রীদের সঙ্গে বাসের সুপারভাইজার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি জীমের নজরে এলে খোঁজ নিতে গিয়ে সব বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের এমন অনিয়মের সন্ধান মেলে।
পরে মোবাইল ফোনে মধুপুরের নেতাদের সঙ্গে কথা বলে বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে অভিযান চলানোর সিদ্ধান্ত নেন তারা। সবাই মিলে অভিযান শুরু করেন। প্রতিটি বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ১০-১৫ বাসে তারা তাদের এমন কার্যক্রম চালান।
তারা জানান, মহাখালী থেকে মধুপুর/ধনবাড়ী পর্যন্ত ৩শ টাকা ভাড়া দিয়ে অনায়াসে যাতায়াত করা যায়। অথচ চন্দ্রা থেকে আসা যাত্রীদের কাছ থেকে ৫শ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এই অনিয়ম ঠেকাতে তারা অভিযান করেছেন। প্রয়োজনে তারা আবারো অভিযান করবেন বলেও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক যাত্রী এ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। হাফিজ আল আমীন বলেছেন, ছাত্রদের এমন অভিযানে হারানো টাকা ফেরত পেলাম। ধন্যবাদ প্রতিবাদী ছাত্র ভাইদের।
আবার কেউ বলেছেন, দিনের পর দিন এমন অনিয়ম চলছে। এর শেষ হওয়া দরকার।
বাস সংশ্লিষ্টরা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
অভিযানে জুলাই আগস্ট আন্দোলনে আহত সোহানুর রহমান, সাইদুর রহমান, খাইরুলসহ মেহেদী হাসান মৃদুল, সবুজ মিয়া, একরামুল খান অনিক, মাজহারুল ইসলাম, জিয়াদ হাসান জিম, টিএ নাইম উপস্থিত ছিলেন।