Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২

ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুল হামিদ (২৭) ও মনির হোসেন (৩৫) নামে দুই যাত্রী নিহত ও অটোচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাগামী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুল হামিদ (৩০) ও চান্দরাটি গ্রামের মৃত আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে টাইস মেস্তরী মনির হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় ধলিয়া গ্রামের বেপারীপাড়ার আহমদ আলীর ছেলে অটোরিকশা চালক শাহজাহান (৪০) গুরুতর আহত হন। আহত অটোচালককে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনা ঘটিয়ে চালক পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুন্ডু জানান, অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও আহত অটোচালককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম