Logo
Logo
×

সারাদেশ

বিয়ে বাড়িতে মারামারি, দেখতে গিয়ে শিশুর মৃত্যু

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

বিয়ে বাড়িতে মারামারি, দেখতে গিয়ে শিশুর মৃত্যু

বিজয়নগরে বিয়ে বাড়িতে মারামারি দেখতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ময়না আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

জানা যায়, বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা নিয়ে কনে ও বরপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। মারামারি দেখতে গিয়ে প্রতিবেশী ময়না আক্তার নামে এক শিশু টেঁটাবিদ্ধ হয়ে গুরুত্বপূর্ণ আহত হয়। তাকে সদর হাসপাতালে নিলে রাত ৮টার দিকে সেই শিশু মৃত্যুবরণ করেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

ওসি মো. রওশন আলী ঘটনার সততা নিশ্চিত করে জানান, ১২ বছরের একটি মেয়ে শিশু ঝগড়া দেখতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে গুরুত্ব আহত হলে তাকে সদর হাসপাতালের নেওয়া হয়। ডাক্তার মেয়েটিকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম