Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে বৃহত্তম জুমার জামাত কাল

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

টঙ্গীতে বৃহত্তম জুমার জামাত কাল

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল। নিয়ম অনুযায়ী শুক্রবার বাদ ফজর আম বয়ানের (সার্বিক) মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় কথা থাকলেও বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তায় দিল্লির নিজামউদ্দিন বিশ্ব মারকাজের মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছেন এ পর্বে। এ পর্বের ইজতেমায়ও আগত মুসল্লিদের উদ্দেশে ইমান আমলের ওপর তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দেশি-বিদেশি আলেম বয়ান করছেন। 

আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে বয়ান করবেন। শুক্রবার ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সাত শতাধিক বিদেশি মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। 

বুধবার থেকেই মুসল্লিরা দলে দলে জামাতবন্দি হয়ে তুরাগতীরে সমবেত হচ্ছেন। মুসল্লিদের এ স্রোত আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে। বিভিন্ন যানবাহনে, হেঁটে ও আকাশপথে (বিদেশি মেহমান) ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। এরই মধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। পুরো ময়দানকে ৮৫ খিত্তায় সাজানো হয়েছে। 

ইজতেমা চলাকালীন ট্রাফিক ও যাতায়াত ব্যবস্থা আগের মতোই থাকবে বলে জানা গেছে। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা যেভাবে পরিচালিত হয়েছে একইভাবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাও পরিচালিত হবে বলে ইজতেমা পরিচালনা কমিটিসহ স্থানীয় জেলা প্রশাসক, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, তিতাস গ্যাস, রেলওয়ে, সড়ক ও জনপদ, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব, পুলিশ, সিটিএসবি, ডিএসবিসহ বিভিন্ন প্রশাসনিক অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ময়দানে খিত্তায় খিত্তায় তালিম হয়। বিদেশি সাথীদের খিত্তায় আলাদা আলাদা ভাষায় তালিম হয়। বাদ জোহর ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন মাওলানা মোশাররফ হোসেন। 

বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের একদিন আগেই শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ানের তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইয়াকুব সিলানী। তার বয়ান তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। রোববার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। 

পুলিশের ব্রিফিং: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করীম খান বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, আগের মতোই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। কোনো দুষ্কৃতকারী যদি ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কোনো ডেভিল যদি পান তাহলে ধরে দেবেন। 

এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রফিক) মো. ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, ইজতেমার আয়োজক সাদপন্থি শীর্ষ মুরুব্বি ড. রেজাউল করিম, রেজা আরিফ, সফিকুর রহমান, হাজী মনির ও মিডিয়া সমন্বয়ক মো. সায়েমসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম