Logo
Logo
×

সারাদেশ

গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ  ঘটনা ঘটে।

মেহজাবিন (২৬ মাস) শাহরাস্তির টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে।

শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে তার মা তাকে পরোটার সঙ্গে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাছান জানান, শিশুটিতে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম