Logo
Logo
×

সারাদেশ

পূবাইলে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টায় মামলা, গ্রেফতার ২

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

পূবাইলে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টায় মামলা, গ্রেফতার ২

গাজীপুর মহানগরের পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে শেখ মুজিবুর রহমানকে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা করলে দুই অপহরণকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে বলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেন।

বুধবার রাতে অপহৃত মুজিবুর রহমান বাদী হয়ে আইনুল কবির চৌধুরী ও নাসিমুল গনির নামে ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে পূবাইল থানায় একটি অপহরণ মামলা করেন।

অপহৃত শেখ মুজিবুর রহমান (৫৪) বর্তমানে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টর এলাকায় বসবাস করেন। তিনি মৃত আইন উদ্দিন শেখের ছেলে। ফরিদপুরের গোপালগঞ্জে তার পৈতৃক ঠিকানা।

গ্রেফতার আইনুল কবির চৌধুরী (৫২) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার হাইতকান্দি গ্রামের আমির আহমেদ চৌধুরীর ছেলে ও নাসিমুল গনি (৪২) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরবালি গ্রামের আবদুস সোবহানের ছেলে। তারা ঢাকার মহাখালী ও কদমতলী এলাকায় বসবাস করেন।

বুধবার বিকালে জমি নিয়ে করা মামলার হাজিরা দিয়ে গাজীপুর আদালত থেকে নিজের প্রাইভেট গাড়িতে করে ফেরার পথে পূবাইলের মেঘডুবি এলাকায় পৌঁছলে এ অপহরণের ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা গেছে, পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া মৌজায় ক্রয় সূত্রে ১৬.২৫ শতক জমির ওপর ৫টি টিনশেড ঘর তৈরি করে বোতলজাত পানির কারখানা চালু করেন মুজিবুর রহমান। 

ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০১৭ সালে এক কোটি ৫ লাখ টাকায় দাম-দর করে বিক্রির উদ্দেশ্যে আইনুল কবির চৌধুরীর কাছে জমির বায়নাবাবদ অগ্রিম ২০ লাখ টাকা নেন তিনি। 

মুজিবুর রহমানের দাবি জমির রেজিস্ট্রেশন খরচ কমাতে সরকার নির্ধারিত মৌজার শতাংশ মূল্য এড়িয়ে বায়না দলিলে ২৫ লাখ টাকা জমির মূল্য উল্লেখ করেন আইনুল কবির। ফলে বায়না দলিলের মেয়াদান্তে বাকি ৫ লাখ টাকা আদালতে পরিশোধ করে আসামি আইনুল সুচতুরভাবে জমির রেজিস্ট্রেশন চেয়ে মামলা করেন। 

অপরপক্ষে জমিদাতা মুজিবুর বায়না দলিল বাতিল চেয়ে মামলা করেন আদালতে। দুটি মামলাই গাজীপুর আদালতে চলমান। 

বুধবার বিকালে জমি নিয়ে বিরোধের মামলায় হাজিরা দিয়ে নিজ গাড়িতে করে ফেরার পথে বিকাল ৩টার দিকে পূবাইল থানার মেঘডুবি পশ্চিমপাড়া জোড়পুকুর যুব উন্নয়ন ক্লাবের সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে নিয়ে আইনুল ও নাসিমুল দুটি হায়েস গাড়ি দিয়ে পথরোধ করে।

পরে জোরপূর্বক মুজিবুরকে একটি হায়েস গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। মুজিবুরের গাড়িচালক ও তার ডাক-চিৎকারে স্থানীয় রাজীব, ইমাম ও মান্নান অপহরণকারীদের দুটি গাড়ির পথরোধ করলে জনতাও তাদের ঘিরে ফেলেন। উপায়ন্তর না দেখে ভিকটিম মুজিবুর, আসামি আইনুল ও নাসিমুলকে গাড়ি থেকে ফেলে অপহরণের কাজে ব্যবহার করা হায়েস দুটি নিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায়। পরে পূবাইল থানা পুলিশ ভিকটিমসহ আসামিদের থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আইনুল কবিরের স্ত্রী জানান, শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের দাপট দেখিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধের পরও জমি দিচ্ছেন না। মিথ্যা মামলা দিয়ে দুইবার জেল খাটিয়েছেন আমার স্বামীকে। আমাদের জমির দখল বুঝিয়ে দিয়ে আবার উচ্ছেদ করে মুজিবুরের আপন শ্যালককে থাকতে দিয়েছেন। আমিও তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই।

পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে দুই আসামিসহ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম