Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলন

ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার সাক্ষী সমন্বয়ক নিখোঁজ

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ এএম

ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার সাক্ষী সমন্বয়ক নিখোঁজ

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভালুকা উপজেলার সমন্বয়ক মামুনকে (১৮) খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তোফাজ্জল হত্যার প্রত্যক্ষ সাক্ষী মামুনের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মামুনের বড় ভাই ইসলাম উদ্দিন জানান, উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডে ডিউটি শেষে মামুন সোমবার রাত ১০টার দিকে বের হয়। রাত ১১টায় সে বাসায় না ফেরায় তারা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। খুঁজে না পাওয়ায় মঙ্গলবার রাতে তিনি ভালুকা মডেল থানায় জিডি করেছেন। 

৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে তোফাজ্জল হোসেন নিহত হন। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সমন্বয়ক মামুন। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন মামুন। এ কারণেই মামুনকে অপহরণ করা হতে পারে বলে দাবি পরিবারের। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম