Logo
Logo
×

সারাদেশ

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভাল্লুক গাজীপুর সাফারি পার্কে

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভাল্লুক গাজীপুর সাফারি পার্কে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধারকৃত ৫টি ভাল্লুক উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ২টায় প্রাণীগুলোকে হস্তান্তরের পর পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভাল্লুকগুলো উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারী সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ওই পার্ক থেকে ভাল্লুক ছাড়াও আরও ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজধনেশ, ২টি সজারু  ও ১টি ভোঁদড়। এগুলোর মধ্যে কেবল ৫টি ভল্লুক গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা।

অসীম কুমার মল্লিক আরও বলেন, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করে। এগুলোর মধ্যে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল; কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম