Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর গণমানুষের পত্রিকায় পরিণত হয়েছে

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

যুগান্তর গণমানুষের পত্রিকায় পরিণত হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দৈনিক যুগান্তর রজতজয়ন্তী উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। ‘নতুন পানিতে সফর এবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের আকুল শাহ শপিং সিটির সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।  

ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি রুমেল আহসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল বারী, ফেঞ্চুগঞ্জ যুবসংঘের সভাপতি রাজু আহমদ রাজা, উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, সমাজকর্মী দিনার আহমদ শাহ, সাংবাদিক মামুনুর রশীদ, শিক্ষক শিশির কুমার নাথ।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইউপি সদস্য আশাকুর রহমান, শিক্ষক আমিন উদ্দিন, বিএনপি নেতা বাদল আহমদ, সনজির আহমদ, শফিকুর রহমান, ব্যবসায়ী জমির হোসেন, জুবেল আহমদ, প্রণব দেবনাথ, আমির হোসাইন, রুহুল আমিন, দৈনিক সংগ্রামের ফটো সাংবাদিক ফয়সল আহমদ ও নাট্যাভিনেতা আনিসুর রহমান প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারি মাওলানা মিনহাজ উদ্দিন। সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দৈনিক যুগান্তর গণমানুষের পত্রিকায় পরিণত হয়েছে। যুগান্তর পঁচিশ বছর পার করে ছাব্বিশে পদার্পণ করে মানুষের অন্তরের মণিকোঠায় স্থান করে নিয়েছে। যুগান্তর তার অব্যাহত জনপ্রিয়তাকে ধরে রেখে যুগের পর যুগ ধরে চলমান থেকে দেশ ও জাতি গঠনে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম