ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা, তরুণীর ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

ঢাকার ধামরাইয়ে ধর্ষণের ঘটনায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রহসনের এ সালিশি বৈঠকে চার মাসের অন্তঃসত্ত্বা ওই ধর্ষিতার ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০ হাজার টাকা।
এ ধর্ষণ ও সালিশি বৈঠকের ঘটনাটি ঘটেছে ধামরাই পৌর শহরের নতুন দক্ষিণপাড়া মহল্লায়। ধর্ষিতা ওই তরুণীকে থানায় অভিযোগ করতে না দিয়ে তাকে জোরপূর্বক সালিশি বৈঠকে এ ধর্ষণের ঘটনাটি মিটমাট করতে বাধ্য করা হয়।
বুধবার এ ধর্ষণের ঘটনায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের নতুন দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ সাইফুল ইসলামের (বরিশাল) বাড়িতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুরের বাসিন্দা ও ধামরাই পৌর শহরের নতুন দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া এক তরুণী ও ধামরাইয়ের সুয়াপুর এলাকার মোহাম্মদ জাকির হোসেন নামে এক যুবক পৌর শহরের থানা রোড বাসস্ট্যান্ডের ফ্রেম হাউসে চাকরি করার সুবাদে গভীর প্রেম ও ভালোবাসায় জড়িয়ে পড়েন। তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হন। একপর্যায়ে ওই তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এ ঘটনায় বাড়ির মালিক মো. সাইফুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে তার নিজ বাড়িতে বুধবার ৬টার দিকে এক সালিশি বৈঠকের আয়োজন করে। এতে চার মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ৩০ হাজার টাকা। সেই সঙ্গে ধর্ষিতা ওই তরুণীর পেটের চার মাসের সন্তান নষ্ট করে ফেলার (এভিয়েশন) করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
এ ব্যাপারে বাড়ির মালিক মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষক ওই যুবকের আরও তিনজন স্ত্রী রয়েছেন। এজন্য তাদের মধ্যে বিয়ে দেওয়া সম্ভব না। এজন্য সালিশি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ধর্ষণ ও সালিশি বৈঠকের বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।