Logo
Logo
×

সারাদেশ

ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে

বড়লেখায় পাঠাকনন্দিত যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালন উপলক্ষে বুধবার দুপুরে যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে প্রেস ক্লাব কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

    

যুগান্তর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেস ক্লাবের বর্তমান সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক এজে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর পত্রিকা পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরায় প্রশাসন গুরুত্ব দিয়ে সে ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকে। এতে ভুক্তভোগী মানুষজন উপকৃত হচ্ছেন। প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগী হিসেবে যুগান্তর কাজ করে যাচ্ছে। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মারাত্মক ঝুঁকি নিয়ে যুগান্তর কর্তৃপক্ষ ও যুগান্তরের সাংবাদিকরা যে সাহসী ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম