দল বড় নয়, আল্লাহ ও রাসূলই সবচেয়ে বড়: জয়নুল আবদিন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দল বড় নয়, আল্লাহ ও রাসূলই হলো সবচেয়ে বড়, তারপরই হলো মানুষ।
তিনি বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধি ক্ষমতায় আসবেন, তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন।
বুধবার বিকালে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন’ (জেডএএফ) প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, এই সরকারের কাছে আকুতি জানাবো, ফুটবলকে আবার পুনরুদ্ধারের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। খেলাধুলা লেখাপড়ার মধ্য দিয়ে জাতিকে গঠন করতে চাই। খেলাধুলাই জাতিকে সংগঠিত করতে পারে। ফুটবল ও ক্রিকেটসহ সব খেলার মধ্যে দিয়ে এই পৈশাচিক মাদক থেকে যুবসমাজ বেরিয়ে আসতে হবে।
তিনি স্থানীয় প্রাশাসনের উদ্দেশে বলেন, আপনারা আমার লোক নন, ড. ইউনূসের লোক। কারও রক্তচক্ষু দেখে মাথা নত করবেন না। যদি আমি কোনো অন্যায় কথা বলি, আপনারা আমার ও আমার নেতাদের কথাও শুনবেন না।
তিনি স্থানীয় পুলিশ প্রাশাসনকে উদ্দেশ করে বলেন, সেনবাগে যাতে গরিব সিএনজি অটোরিকশাচালকদের কাছ থেকে কোনো ধরনের চাঁদাবাজি না হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, ফাউন্ডেশনের আহবায়ক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াসসহ জেলা বিএপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুল, সাবেক সেক্রেটারি শহিদ উল্লাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্ছু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার ৪টি দলসহ সর্বমোট ১৪টি ফুটবল দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় ৫নং অম্বরনগর ইউনিয়ন ও কাদরা ইউনিয়ন দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।