Logo
Logo
×

সারাদেশ

হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামি খালাসের ৫দিন পর মারা গেলেন

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম

হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামি খালাসের ৫দিন পর মারা গেলেন

ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার খালাস পেয়েছেন বিএনপি কর্মী আজাদ হোসেন খোকন (৫২)। ৫ বছর কারাভোগের পর গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় ঈশ্বরদী পৌরশহরের কাচারীপাড়ার নিজ বাড়িতে খোকন মারা গেছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ যোহর ওই গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পিয়ারাখালী গোরস্থানে তাকে মরদেহ দাফন করা হয়েছে। 

নিহত খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডলের বড় ছেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, খোকন, শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পেয়েছেন। এর আগে ৫ বছর কারাভোগের পর গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এক শোক বার্তায় জানান, খোকন বিএনপির নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি বিনা অপরাধে শেখ হাসিনা হত্যাচেষ্টার মিথ্যা মামলায় ৫ বছর কারাভোগ করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম