Logo
Logo
×

সারাদেশ

সিরাজদিখান থানায় হামলা

Icon

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

সিরাজদিখান থানায় হামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়িসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করেছে তারা। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রোমান শেখ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়। এর জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয়। এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ছয়টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তিনদিনের আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে চলে যায়।

নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি পিতা মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করতো। গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে দুপুরে বাড়ি ফিরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় সে। এরপর থেকে তার হদিস মিলছে না। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছে নিখোঁজের বাবা মিরাজ শেখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম