Logo
Logo
×

সারাদেশ

৪ হাজার টাকায় বয়স্ক ভাতার কার্ড, লেনদেনের সময় ধরা খেলেন ইউপি সদস্য

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ এএম

৪ হাজার টাকায় বয়স্ক ভাতার কার্ড, লেনদেনের সময় ধরা খেলেন ইউপি সদস্য

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোশাররফ হোসেন ফরাজী। খরচ ছাড়া সরকারি ভাতার কোনো কার্ড দেন না তিনি। কার্ড করার নামে অগ্রিম টাকা নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের।

ফরাজীর বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীনসহ বিভিন্ন ধরনের ভাতা ও সরকারি অনুদান/সহায়তা প্রদানের ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বয়স্ক ভাতার কার্ড করে দিতে খরচের নামে এক ভুক্তভোগীর কাছ থেকে অগ্রিম চার হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ইউপি সদস্য ফরাজী। উপজেলার টেংরাটিলা বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তিভোগী জনতার তোপের মুখে পড়েন তিনি।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে টাকা গ্রহণের বিষয়টি জনতার কাছে স্বীকার করতে দেখা গেছে তাকে। এসময় ভুক্তভোগীদের দেওয়া টাকা ফেরত দেবেন বলে স্বীকার করেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ফরাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ফরাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বয়স্ক ভাতার কার্ড দেব বলে চা খাওয়ার জন্য একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম সত্য। তবে এ নিয়ে অনাকাংখিত পরিস্থিতি তৈরি হলে টাকা ফেরত দিয়েছি।’

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেন, ‘ইউপি সদস্য মোশাররফ হোসেন ফরাজীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম