Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

মানিকগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

ছবি: সংগৃহীত

রাতে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর সকালে ফসলের খেতে পাওয়া গেল যুবলীগ নেতার লাশ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বালা ইউনিয়নের সরফদিনগর গ্রামে। আমজাদ হোসেন (৩৮) নামের ওই যুবলীগ নেতার লাশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার তার বাবাসহ পরিবারের লোকজন স্থানীয় একটি মেলায় যান। এরপর মেলা থেকে অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি ফোনে ডেকে নিয়ে যায়।

পারিবারিক ভাবে দাবি করা হয়েছে, স্থানীয় একজনের সঙ্গে শত্রুতা নিয়ে বেশ কিছু দিন আগে ভাদিয়া খোলা গ্রামে সমাজিকভাবে সালিশ হয়েছে। এছাড়া কয়েক বছর আগে এলাকায় এক পরিবারের সঙ্গে মামলাও ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম