Logo
Logo
×

সারাদেশ

নওগাঁ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে তালা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

নওগাঁ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে তালা

কাঙ্খিত সেবার দাবিতে নওগাঁ জেনারেল হাসপাতালে মঙ্গলবার দুপুর ১২টায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তারা তত্ত্বাবধায়কের কক্ষে তালা ঝুলিয়ে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগে চিকিৎসকদের চেম্বারসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। 

এ সময় তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী নিজ কক্ষেই অবস্থান করছিলেন না। হাসপাতালে চিকিৎসকদের সময়মতো না আসা, রোগীদের সঙ্গে চিকিৎসক-নার্সদের দুর্ব্যবহার, দালালের দৌরাত্ম, সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি, চিকিৎসাসেবায় অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী বলেন, হাসপাতালটিতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। চিকিৎসকরা সময়মতো কর্মস্থলে আসেন না। নির্ধারিত দায়িত্ব পালনের সময় অনেক চিকিৎসক বাইরে ব্যক্তিগত চেম্বারে কিংবা ক্লিনিকে গিয়ে রোগী দেখেন। চিকিৎসার সুষ্ঠু পরিবেশ না ফিরলে তত্ত্বাবধায়ককে কক্ষে বসতে দেওয়া হবে না। আরও বক্তব্য দেন শিক্ষার্থী মেহেদী হাসান, রাফী বিন রেজওয়ান, সাদমান সাকিব, রিয়াল প্রমুখ। 

হাসপাতালের আরএমও ডা. আবু জার গাফফার বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আলোচনা করে বাস্তবায়নের চেষ্টা করা হবে। তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল ইসলাম চৌধুরীর মোবাইলফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম