রূপগঞ্জ ২ বিএনপি কর্মীর নামে হত্যা মামলা

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূগগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তারাব পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২০) হত্যা মামলায় শাহজাহান মিয়া ও বিপ্লব মিয়া নামের বিএনপির স্থানীয় দুই কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার বাদীর দাবিকৃত দুই লাখ টাকা না পেয়ে ওই দুই বিএনপি কর্মীকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি রাতে তারাব এলাকায় মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী শিমুল ও শ্রাবণ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তাদের দুই গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৫ ফেব্রুয়ারি ভোরে রাশেদুল ইসলাম ও দুপুরে জুনায়েদ আহমেদ হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে নিহত হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম বাদী হয়ে স্থানীয় বিএনপির কর্মী শাহজাহান মিয়া ও বিপ্লব মিয়াসহ ২৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।