Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: সিলেটে ২য় দিনে গ্রেফতার ৯

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

অপারেশন ডেভিল হান্ট: সিলেটে ২য় দিনে গ্রেফতার ৯

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দ্বিতীয় দিনে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নগরীর কাজলশাহ এলাকার আব্দুল হকের ছেলে সাদমান কবির, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইছল মিয়ার ছেলে আব্দুর রব হাজারী, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি নগরীর ছড়ার পাড়ের বাসিন্দা আব্দুল মুকিতের ছেলে মিনহাজ ইসলাম সৌরভ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের ছেলে ফজলুর রহমান রনি, বিমানবন্দর থানার পিয়েরগাঁওয়ের বাসিন্দা বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা মিয়াধন খানের ছেলে হাসেম খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কামালবাজারের কুড়িগ্রাম এলাকার মুক্তার আলীর ছেলে আনোয়ার হোসেন আফরোজ, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেজরটিলা জাহানপুর এলাকার আয়ান উদ্দিনের ছেলে ইয়ামিন আহমদ এবং উপজেলা ছাত্রলীগের সাবকে সহ-সভাপতি দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার লিলু মিয়ার ছেলে জাহেদ আহম্মদ।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম