Logo
Logo
×

সারাদেশ

‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে লাপাত্তা, সেই নেতা বাড়ি থেকে গ্রেফতার

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে লাপাত্তা, সেই নেতা বাড়ি থেকে গ্রেফতার

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক আইডিতে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে লাপাত্তা কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলুকে অবশেষে নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদতের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সোমবার রাতে অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরহাটি গ্রামের বাড়ি  থেকে অষ্টগ্রাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট-পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

এমনকি গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ ও এলাকাবাসীর চোখ ফাঁকি দিয়ে বাড়িতেই আত্মগোপনে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আহমেদ।

অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি গ্রামের বাড়ি থেকে রাজীব আহমেদ হেলুকে গ্রেফতার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম