Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: ময়মনসিংহে গ্রেফতার ৩৯

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

অপারেশন ডেভিল হান্ট: ময়মনসিংহে গ্রেফতার ৩৯

গত ২৪ ঘণ্টায় ডেভিল হান্টে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ সুপার কাজী আখতার উল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে দুই দিনে অপারেশন ডেভিল হান্টে জেলায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ সদরে ৬ জন, গফরগাঁওয়ে ৩ জন, ভালুকা, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা ও হালুয়াঘাটে ২ জন করে এবং ত্রিশাল, নান্দাইল, গৌরীপুর ও ধোবাউড়ায় একজন করে রয়েছেন।

গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম