চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে নাফ নদীর মোহনা থেকে বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সঙ্গে একটি বোটও রয়েছে।
মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
তারা হলেন- শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দুর রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।
শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌ ঘাটের সভাপতি বশির আহমদ জানান, প্রতিদিনের মতো সকালে তারা সাগরে মাছ ধরতে রওনা হলে নাফ নদীর মোহনা থেকে তাদের আটক করে আরাকান আর্মি। খবর পেয়ে আমরা বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের অবগত করেছি।
এ বিষয়ে বিজিবি বা কোস্টগার্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য না পেলেও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আটকদের ফেরত আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আটক জেলেদের স্বজনরা।