Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে র‌্যাব

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে র‌্যাব

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেয়। পাশাপাশি রাস্তা অবরোধ করে কয়েকশ জনতা। এতে আটকে পড়ে র‌্যাবের দুই গাড়ি। পরে আসামিকে না ধরেই চলে আসে র‌্যাব।

সোমবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন খবরে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে র‍্যাব-৭ এর একটি দল রাঙ্গুনিয়ায় অভিযানে যায়। পৌরসভার গোডাউন মোড় এলাকায় অভিযান শুরু করে তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা সড়ক অবরোধ করে র‌্যাবের গাড়ি চলাচল আটকে দেয়। এমনকি হামলার চেষ্টাও করে। এমন পরিস্থিতির মুখে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেফতার না করে ফিরে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশা চালক আলম শাহ জানান, সড়কে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। সঙ্গে শত শত মানুষ সড়কে নেমে আসে। এতে র‍্যাবের দুটি গাড়ি আটকে পড়ে। সাধারণ মানুষ র‍্যাবের ওপর হামলার চেষ্টা চালায়। পরে র‌্যাব আসামি না ধরেই ফিরে যায়।

জানতে চাইলে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘আমাদের সদস্যরা আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে প্রায় ধরে ফেলার আগ মুহূর্তে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে র‌্যাব সদস্যরা সেখান থেকে ফিরে এসেছেন। আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমরাও হাল ছাড়ছি না।’

তবে এ ঘটনায় র‌্যাব সদস্য কিংবা স্থানীয় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম