Logo
Logo
×

সারাদেশ

পাবনায় ট্রলির ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

পাবনায় ট্রলির ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পাবনা সাঁথিয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা মহিষকোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, অটোরিকশাটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। চর কান্দি এলাকায় পৌঁছালে ইট বোঝাই একটি ট্রলি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। আহত হয় আরও দুজন।

ওসি বলেন, ‘ট্রলির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম