Logo
Logo
×

সারাদেশ

কারাগারে সাবেক এমপি মজিদ খান

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

কারাগারে সাবেক এমপি মজিদ খান

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ‍্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় জেলা সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালতে তোলা হয় তাকে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে।

আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, ‘আব্দুল মজিদ ৯টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম